মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন

আজমির শরীফে শ্রাবন্তী, চাইলেন ন্যায়বিচার

আজমির শরীফে শ্রাবন্তী, চাইলেন ন্যায়বিচার

বিনোদন ডেস্ক

কলকাতার আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনায় ভারতের রাজপথে নেমে এসেছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারা। অপরাধীদের বিচারের দাবিতে আন্দোলন করছেন তারা।

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, শ্রীলেখা মিত্র থেকে শুরু করে শুভশ্রী গাঙ্গুলী-শ্রাবন্তী চট্টপধ্যায়রাও এ ধর্ষন ও হত্যার বিচার দাবি করেছেন।

সম্প্রতি আজমির শরিফে গিয়ে পশ্চিমবঙ্গে শান্তি ফিরে আসার প্রার্থনা করেছেন অভিনেত্রী শ্রাবন্তী। একই সঙ্গে ন্যায়বিচারের প্রার্থনা করেছেন তিনি। এসময় নায়িকার সঙ্গে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীকেও দেখা গেছে ।

সম্প্রতি ইনস্টাগ্রামে আজমির শরিফে যাওয়ার বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছেন শ্রাবন্তী। যেখানে মাথায় ওড়না দিয়ে প্রার্থনা করতে দেখা গেছে নায়িকাকে।

আজমির শরিফে প্রার্থনার সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, ‘শান্তি ফিরুক। ন্যায়বিচারের জন্য প্রার্থনা করলাম।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com