মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন

রংপুরে তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে

রংপুরে তিস্তার পানি এখন বিপৎসীমার নিচে

রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল রোববার রাতে তিস্তার পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পক্ষ থেকে আজ সোমবার জানানো হয়েছে, তিস্তা নদীর পানি রাতে বাড়লেও ভোর থেকে কমতে শুরু করে। কাউনিয়ায় পানি বাড়লেও তা বিপৎসীমার নিচে নেমে গেছে। কোনো বৃষ্টিও হয়নি। পাউবো রংপুর কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

কাউনিয়া এলাকায় নদীর পানি বাড়ায় তিস্তার চরাঞ্চলসহ নিম্নাঞ্চলে পানি বেড়ে প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়েছে। তবে সেসব বাড়িঘর থেকে পানি নেমে যাচ্ছে। তিস্তা নদীর পানি সমতলে কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে জানানো হয়েছে।

কাউনিয়ার নদীতীরবর্তী এলাকা বালাপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপো) চেয়ারম্যান আনসার আলী বলেন, রাতে পানি বাড়লেও ভোরের মধ্যে পানি নেমে যায়। বৃষ্টিও হয়নি।

গঙ্গাচড়ার লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল্লাহেল হাদী বলেন, চরাঞ্চলে সামান্য পানি উঠলেও পানি নেমে যাচ্ছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com