রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:০৪ অপরাহ্ন

আগামী বছর ‘তুফান-২’ আসবে কী না, জানালেন শাকিব

আগামী বছর ‘তুফান-২’ আসবে কী না, জানালেন শাকিব

গেল ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাকিব খানের ছবি ‘তুফান’। প্রথমবারের মতো শাকিব খানকে নিয়ে কাজ করেই ব্লকবাস্টার ছবি উপহার দেন নির্মাতা রায়হান রাফী। বুধবার সামাজিক মাধ্যমে রাফি জানান, ‘আগামী কোরবানির ঈদ-এ তুফান এর সাথে দেখা হচ্ছে’। রাফীর রহস্যময় এই পোস্টে অনুরাগীরা ধরে নেন, ‘তুফান’ সিনেমার দ্বিতীয় কিস্তি আগামী কোরবানির ঈদ-এই আসতে চলেছে।

কিন্তু ছবিটির পর্দার মুখ শাকিব খান বললেন অন্য কথা! ‘তুফান-২’ কবে আসবে, এ নিয়ে সম্প্রতি একটি গণমাধ্যমে মুখ খুলেছেন ঢাকাই মেগাস্টার। জানালেন দুঃসংবাদ। সহসাই নাকি আসছে না তুফানের দ্বিতীয় কিস্তি! আগামী বছরও ছবিটি আসার কোনো সম্ভাবনা নেই।

তুফান-২ হতে আরও দেরি। প্রয়োজন লম্বা প্রস্ততি। কয়েকটি দেশে গিয়ে নাকি শ্যুটিং করতে হবে এই ছবির; এমনটিই জানিয়ে শাকিব বললেন, ‘প্রযোজকদের সঙ্গে সেভাবে আমার আলাপ হয়ে আছে। এর আগে ভাবার সুযোগ নেই।’

বিষয়টি নিয়ে রায়হান রাফী গণমাধ্যমে বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হচ্ছে। শাকিব খান মানেই তুফান। কোরবানির ঈদে শাকিব খানকে নিয়ে আমার একটা প্ল্যান আছে। তুফান-২ মুক্তি নয়।’

এদিকে বছরের শেষে শুরু হতে যাচ্ছে ‘লায়ন’ ছবির কাজ। ছবিটির মুক্তি পাওয়ার কথা রয়েছে আসছে রোজার ঈদে। যেখানে নায়ক হিসেবে থাকছেন বাংলাদেশের শরীফুল রাজ ও পশ্চিমবঙ্গের নায়ক জিৎ।

সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে রায়হান রাফী বলেন, ‘যদি বলি লায়ন চরিত্রটি সৃষ্টি করছি তুফানের জন্য, তাহলে ভুল বলা হবে না। এবার ‘লায়ন’ সৃষ্টির চেষ্টা করছি। এরপর আবার তুফান, এরপর আবার লায়ন। এভাবে এগোতে থাকব। আমার লক্ষ্য তুফান ও লায়ন- এই দুটো চরিত্রকে একটা সময়ে গিয়ে একই সিনেমায় মুখোমুখি বা পাশাপাশি দাঁড় করিয়ে দেওয়া। এর জন্য দুটো চরিত্রকেই গ্লোবাল ও ফ্র্যাঞ্চাইজি ফরমেটে দাঁড় করাতে হবে। সে জন্যই বলছি, ‘তুফান ২’ ‘লায়ন’ মুক্তির আগে নয়, পরে।’

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com