বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
আইন নিজ হাতে তুলে না নিতে খাগড়াছড়িবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। প্রশাসনকে প্রশাসনের মতো কাজ করতে দেওয়ার এবং সবাইকে সম্প্রীতি বজায় রেখে নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। খাগড়াছড়ি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে রোববার (৬ অক্টোবর) দুপুরে পরিষদ অডিটরিয়ামে আয়োজিত সম্প্রীতি সমাবেশে জেলা প্রশাসক এ আহ্বান জানান।
মো. সহিদুজ্জামান বলেন, অর্থনৈতিক মুক্তি ছাড়া কখনই এখানকার সমস্যা সমাধান করা সম্ভব নয়। খাগড়াছড়ি পর্যটনশিল্প নির্ভর। এখানে ভারী কোনো কলকারখানা নেই। পর্যটনকে কেন্দ্র করেই জীবন জীবিকা নির্বাহ করতে হয়। পর্যটকরা যদি মুখ ফিরিয়ে নেয় এখানে ক্ষতিগ্রস্ত হবে সকলেই। অর্থনৈতিক অসচ্ছলতা নেমে আসলে এ অঞ্চলে সহিংসতা আরও বাড়বে। সে কারণেই দাবি দাওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখতে হবে।
খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সভাপতিত্বে সম্প্রীতি সমাবেশে পুলিশ সুপার আরেফিন জুয়েলসহ বিভিন্ন পাহাড়ি বাঙ্গালি গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন।
বক্তারা সম্প্রীতি বিনষ্ট করতে স্বার্থান্বেষী মহল যেন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটাতে না পারে সেদিকে সোচ্চার থাকার আহ্বান জানান।
পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে পাহাড়ের শান্তি প্রতিষ্ঠা হবে এমন প্রত্যাশার কথা জানান পাহাড়ি বাঙালি নেতারা।