মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
শক্তিতে অনেকটা পিছিয়ে থাকা শাখতার দোনেৎস্কের বিপক্ষে ম্যাচজুড়েই দাপট দেখিয়েছে আর্সেনাল। তবে কোনো আক্রমণকেই পূর্ণতা দিতে পারেনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। এমনকি পেনাল্টি থেকেও গোল মিস করেছে তারা। শেষ পর্যন্ত ভাগ্যের ছোঁয়ায় জয় নিয়ে মাঠ ছেড়েছে মিকেল আর্তেতার দল।
মঙ্গলবার (২২ অক্টোবর) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেনের ক্লাব শাখতারকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
ঘরের মাঠে শুরু থেকেই দাপট দেখিয়েছে আর্সেনাল। ২৪ মিনিটে প্রথমবার কোনো শট লক্ষ্যে রাখতে পারে দলটি। তবে রিকার্দো কালাফিওরির সেই শটও ফিরিয়ে দেন শাখতারের গোলরক্ষক।
২৮ মিনিটে মার্টিনেল্লির নিচু শট পোস্টে লেগে শাখতার গোলরক্ষক দিমিত্রোর শরীরের পেছন দিকে লেগে জালে জড়ায়। প্রথমার্ধের শেষদিকে দারুণ এক শট নেন ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুস। তবে সেই শট ফিরিয়ে দেন গোলরক্ষক।
১-০ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে আর্সেনাল। তবে জালের দেখা মেলেনি। ৭৪ মিনিটে বক্সে শাখতারের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পটকিক থেকেও গোল করতে পারেননি লিওনার্দো ট্রোসার্ড। যোগ করা সময়ে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে শাখতার। ম্যাচের বাকি সময়ে একটি শটও লক্ষ্যে রাখতে না পারা দলটি ৯২ মিনিটে প্রায় গোল পেয়েই গিয়েছিল।
তবে দূর থেকে নেয়া পেদ্রিনিয়োর জোরাল শট ঝাঁপিয়ে এক হাতে ফিরিয়ে আর্সেনালকে গোলরক্ষক। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে উঠেছে আর্সেনাল।