রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫০ অপরাহ্ন
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের বিপুল সম্ভাবনা আছে। এ জন্য দরকার বিনিয়োগবান্ধব নীতি ও রাজনৈতিক স্থিতিশীলতা। এ ছাড়া ব্যবসা শুরু করার যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করার সময়সীমা, লাল ফিতার দৌরাত্ম্য ও শুল্কহার কমাতে হবে।
রাজধানীর সোনারগাঁও হোটেলে চলমান তিন দিনব্যাপী বে অব বেঙ্গল কনভার্সন বা বঙ্গোপসাগর সংলাপের দ্বিতীয় দিনে আজ রোববার সন্ধ্যায় বিনিয়োগবিষয়ক এক অধিবেশনে বক্তারা এ কথা বলেন। এ অধিবেশনে আলোচনায় অংশ নেওয়া বিদেশি বিশেষজ্ঞরা মনে করেন, বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি, তথ্যপ্রযুক্তি, ওষুধ, অবকাঠামো—এসব খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে। সভায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান বক্তারা। তাঁরা মনে করেন, সংস্কার হলে বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হবে। আইনের শাসনই সবকিছু নিশ্চিত করতে পারে।
অধিবেশনটি সঞ্চালনা করেন তিন দিনের এ সংলাপের আয়োজক সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) জ্যেষ্ঠ গবেষক পারভেজ করিম আব্বাসী।