রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৭ অপরাহ্ন

কামরানের প্রথম সেঞ্চুরির দিনে সিরিজ জিতল পাকিস্তান

কামরানের প্রথম সেঞ্চুরির দিনে সিরিজ জিতল পাকিস্তান

অক্টোবরে ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথমবার তিন অঙ্কের ইনিংস খেলেছিলেন কামরান গুলাম। নেমেছিলেন ৪ নম্বরে, মানে বাবর আজমের জায়গায়। এবার জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচেও সেঞ্চুরি করলেন কামরান, আর সেটা বাবরের জায়গাতেই।

ওয়ানডেতে বাবর ব্যাটিং করেন তিন নম্বরে। জিম্বাবুয়ে সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। কামরানের প্রথম ওয়ানডে সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তান জিতেছে ৯৯ রানে। তাতে অস্ট্রেলিয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষেও ওয়ানডে সিরিজ জিতল মোহাম্মদ রিজওয়ানের দল।

বুলাওয়েতে টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল ৩০৩ রান। জিম্বাবুয়ে ৫৯ বল বাকি থাকতেই অলআউট হয় ২০৪ রানে। পাকিস্তানের বোলিং বিভাগ আজ পারফর্ম করেছে মিলেমিশে। ২ উইকেট নিয়েছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, আমের জামাল ও হারিস রউফ। একটি করে উইকেট বাঁহাতি স্পিনার ফয়সাল আকরাম ও কামরানের।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com