মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৫:১৪ অপরাহ্ন

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ৫

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ ৫

ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলীয় জাভা প্রদেশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৬ জনের প্রাণহানি হয়েছে। দুর্যোগটিতে অন্য পাঁচজন নিখোঁজ রয়েছে। স্থানীয় পুলিশ ও দুর্যোগ কর্মকর্তার বরাত দিয়ে মঙ্গলবার জাকার্তা থেকে এএফপি এ খবর জানিয়েছে।

জাভার মধ্যাঞ্চলীয় পেকালোঙ্গান নগরীর পুলিশপ্রধান দোনি প্রাকোসো স্থানীয় টিভি চ্যানেল মেট্রো টিভিকে বলেন, ১৬ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আহতদের মধ্যে ১০ জনকে হাসপাতাল ও নিকটস্থ কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।দোনি আরো জানান, সোমবার ওই এলাকায় ভূমিধস ঘটে এবং উদ্ধারকর্মীরা এখনো কমপক্ষে পাঁচজন নিখোঁজকে খুঁজে বের করার চেষ্টা করছেন। এ ছাড়া তিনি বলেন, ‘পেকালোঙ্গানে বৃষ্টিপাতের পরিমাণ বেশ বেশি ছিল এবং পাহাড়ি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।’

টেলিভিশন ফুটেজে দেখা গেছে, ঘন কাদায় ঢাকা রাস্তা দিয়ে স্বেচ্ছাসেবকরা একটি স্ট্রেচারে করে ভূমিধস থেকে একটি মৃতদেহ উদ্ধার করছেন।

কেন্দ্রীয় জাভা দুর্যোগ সংস্থার কর্মকর্তা বার্গাস কাতুরসাসি পেনাংগুনগান বলেন, এলাকায় পৌঁছতে অসুবিধার কারণে অনুসন্ধান প্রচেষ্টা বিলম্বিত হয়েছে। তিনি সম্প্রচারমাধ্যম কম্পাস টিভিকে বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবকরাও উদ্ধারকর্মীদের সঙ্গে অনুসন্ধান প্রচেষ্টায় যোগ দিয়েছেন।

এএফপির তথ্য অনুসারে, বর্ষাকালে সাধারণত ইন্দোনেশিয়ায় নভেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভূমিধসের ঝুঁকি থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রতিকূল আবহাওয়ার কারণে সৃষ্ট কিছু দুর্যোগ সেই মৌসুমের বাইরেও ঘটেছে।

নভেম্বরে ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলে তীব্র বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় ২৭ জনের প্রাণহানি ঘটে। মে মাসে পশ্চিম সুমাত্রায় ভারি বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬৭ জন মারা যায়। মাউন্ট মারাপির অগ্নুৎপাত থেকে ছাই, বালি ও নুড়িপাথরের মিশ্রণ আবাসিক এলাকাকে ভাসিয়ে নিয়ে যায়। 

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com