মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:০২ অপরাহ্ন
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে সাভারে রেডিও কলোনি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা ইউনিটের সভাপতি ও সেক্রেটারি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান বলেন, ‘অবিলম্বে গণহত্যাকারীদের বিচার করে ফাঁসি দিতে হবে এবং ফ্যাসিবাদের দোসর সরকারের বাইরে এবং ভেতরে যারা আছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। দেশে ফ্যাসিবাদী শাসন আর ফিরে আসবে না। একজন বলছেন, ঠুস করে আপনি ঢুকে পড়বেন। আমি বলছি, আর কোনো দিন আপনি ঢুকতে পারবেন না।
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলার আমির মাওলানা দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতি সাইফুল আলম খান মিলন, জামায়াতে ইসলামী ঢাকা জেলার সেক্রেটারি আফজাল হোসাইন প্রমুখ।