মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা ভিত্তিক ক্রিকেট ও ফুটবলসহ বিভিন্ন খেলাধূলা উপলক্ষে প্রস্তুতিমূলক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আজাহার আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবদুৎ তোয়াব, সদস্য ফারুক হোসেন, সদস্য ডা. নাহিদুজ্জামান সুমন, সদস্য ফাইয়াজ রহমান তনয়, সদস্য আতিক ইসলাম সিকো, ক্রীড়া ব্যক্তিত্ব ডায়মন, ছাত্র আন্দোলনের নেতা আল বশরী সোহান ও সাইমুম সাদাবসহ অন্যরা।
এ সময় উপজেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মো. আজাহার আলী বলেন, সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোনো বিকল্প নেই। সরকার ক্রিকেট ও ফুটবলের পাশাপাশি সব ধরনের খেলাধুলার প্রসারে সমান গুরুত্ব দিচ্ছে। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, খেলাধুলা ও শারীরিক পরিশ্রম শুধুমাত্র আমাদের দেহ মনকেই সুস্থ রাখে না বরং অন্যের সঙ্গে সুসম্পর্ক ও সম্প্রীতির বন্ধন তৈরিতেও ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণ সমাজের অনেকের মধ্যে যে সামাজিক মূল্যবোধ ও চারিত্রিক অবক্ষয় ঘটছে, তা প্রতিরোধে তাদেরকে খেলাধুলাসহ নানাবিধ সৃজনশীল ও মননশীল কর্মকান্ডে যুক্ত করতে হবে।
তারুণ্যের উৎসব উপলক্ষে উপজেলা ভিত্তিক শিগগির ক্রিকেট ও ফুটবল খেলা শুরু হবে। আনন্দ ও উৎসবমুখর পরিবেশে খেলা সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। এছাড়া ক্রীড়া অনুরাগী, সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে শিবগঞ্জ স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ফুটবল দল বনাম উপজেলা ক্রীড়া সংস্থা দলের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় ৫-৪ গোলে উপজেলা প্রশাসন দলকে হারিয়ে জয়লাভ করে উপজেলা ক্রীড়া সংস্থা ফুটবল দল।
ডেস্ক/এমএস