মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৮:৫৬ পূর্বাহ্ন
সিরাজগঞ্জ সংবাদদাতা: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় বাসের চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। শুক্রবার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-সিরাজগঞ্জ সদর উপজেলার বাঐতারা গ্রামের শফিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সুমনা বেগম (৩৫) ও শফিকুলের বোন লাকী (৩০)। আহতরা হলেন- রঙ্গিলা বেগম (৬০), ভ্যানচালক নুরুল ইসলাম (৪৬), জুবায়দা খাতুন (২৭) ও রাইসা মনি (৭)। বর্তমানে তারা সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে- শফিকুল ইসলাম তার পরিবারের সদস্যদের নিয়ে ভ্যানযোগে পার্শ্ববর্তী মাইঝাইল গ্রামে মামাশ্বশুর বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথে যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে ঢাকাগামী একটি বাস তাদের ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ জানান, রাত সাড়ে ৮টার দিকে দুজনের মরদেহ মর্গে রাখা হয়েছে ও আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকেই একজনের লাশ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে গেছেন বলে স্বজনেরা জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় অজ্ঞাতনামা একটি বাস ৭ যাত্রীসহ একটি অটোভ্যানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে চালকসহ সব ভ্যানযাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ডেস্ক/এমএস