মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:১৩ অপরাহ্ন
অর্থনৈতিক ডেস্ক : সংবাদপত্র শিল্পের জন্য আমদানিকৃত কাগজের উপর আরোপিত অগ্রিম আয়করের হার কমানোর ইঙ্গিত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান।
রোববার সংবাদপত্রের মালিকদের সংগঠন বাংলাদেশ নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন (নোয়াব) নেতৃবৃন্দের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যান এ কথা বলেন।
তিনি বলেন, আমরা সংবাদপত্রের কাগজ আমদানিতে শুল্ক কমানোর বিষয়টি বিবেচনা করবো। রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ আলোচনায় শুল্ক কমানোর সুপারিশ করেন নোয়াবের প্রেসিডেন্ট এ কে আজাদ। এ সময় প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দি ফিনিন্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ আলোচনায় অংশ নেন।
প্রসঙ্গত, পরবর্তী অর্থ বছরের বাজেট প্রণয়নে অংশী-জনের মতামত গ্রহণ করে থাকে এনবিআর। এরই ধারাবাহিকতায় এবারও আগামী অর্থ বছরের (২০২৫-২৬) বাজেট প্রণয়নে অংশী-জনের মতামত নেওয়া শুরু করেছে বাজেট প্রণয়নে সম্পৃক্ত প্রতিষ্ঠানটি। নোয়াবের সঙ্গে বৈঠকের মাধ্যমে এনবিআর এ বছরের মতামত নেওয়া শুরু করলো।
নোয়াবের পক্ষ থেকে বলা হয়, সংবাদপত্রের শিল্পের কাগজ আমদানিতে প্রায় ৩০ শতাংশ শুল্ক দিতে হয়। এরমধ্যে আমদানি শুল্ক ৫ শতাংশ, ভ্যাট ১৫ শতাংশ, ৫ শতাংশ অগ্রিম আয়কর ও ৫ শতাংশ অগ্রিম কর। উচ্চ কর সংবাদপত্র শিল্পের জন্য বাড়তি বোঝা উল্লেখ করে তারা শুল্ক কমানোর প্রস্তাব করা হয়। একইসঙ্গে করপোরেট করহার কমানোরও দাবি জানায় নোয়াব। প্রস্তাবের প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান আগামী অর্থ বছরের বাজেটে অগ্রিম আয়কর হার কমানোর বিষয়টি বিবেচনার কথা জানান।
একইসঙ্গে সব করপোরেট কোম্পানির কর হার একই হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, গত ১৬ বছর আমরা সংবাদপত্রের জন্য কোন সুবিধা পাইনি। প্রতিবছর আমরা আলোচনায় অংশ নিয়েছি, যদিও আমরা ধরেই নিতাম কিছুই হবে না। তারপরও নিষ্ফল সে আলোচনায় নিয়মরক্ষায় অংশ নিতে হতো।
ডেস্ক/এমএস