সোমবার, ১৭ মার্চ ২০২৫, ১১:৩৪ অপরাহ্ন
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সেই আলোচনায় অগ্রাধিকার পেয়েছে কানাডার সার্বভৌমত্ব রক্ষা। কারণ কানাডাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন।
রাজা চার্লসের সঙ্গে বৈঠকের আগে ট্রুডো বলেছেন, নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। ব্রিটিশ রাজতন্ত্রের আওতায় রয়েছে কানাডাও। সে হিসেবে তৃতীয় চার্লস ব্রিটেনের পাশাপাশি কানাডারও রাষ্ট্রপ্রধান।
বৈঠকের আগে সাংবাদিকদের ট্রুডো বলেছিলেন, কানাডা ও কানাডার নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তার দেশের নাগরিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করা।
গত সপ্তাহে ব্রিটেনের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেন। সে সময় ব্রিটেনে সফরের জন্য রাজা চার্লসের আমন্ত্রণপত্র ট্রাম্পকে দেওয়া হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো ব্রিটেন সফরের জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন রাজা চার্লস।
বিদায়ী প্রধানমন্ত্রী ট্রুডো গত মাসে বলেছিলেন, কানাডাকে ‘দখল’ করার বিষয়ে ট্রাম্পের বক্তব্য ‘একটি বাস্তব বিষয়’। এটি দেশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের সঙ্গে সম্পর্কিত। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই ট্রাম্প বারবার বলে আসছেন, কানাডা যদি আমেরিকার ৫১তম রাজ্য হয়, তবে কানাডার অবস্থা আরো ভালো হবে।
ডেস্ক/এমএস