মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৩:৩৪ অপরাহ্ন
অল নিউজ এজেন্সী ডেস্ক : শহীদের রক্ত নিয়ে অন্যদের মতো জামায়াতে ইসলামী রাজনীতি করে না এবং করবে না বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।
সোমবার রাজধানীর লেডিস ক্লাব মিলনায়তনে জুলাই বিপ্লবে আহত, পঙ্গু, শহীদ পরিবারের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের আয়োজনে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারী তিন হাজারের বেশি রোজাদার অংশগ্রহণ করেন।
তিনি বলেন, শহীদের রক্ত নিয়ে যারা রাজনীতি করে করুক, জামায়াতে ইসলামী শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের নিয়ে রাজনীতি করবে না। জামায়াতে ইসলামী শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের জাতীয় সম্পদ হিসেবেই মূল্যায়ন করে এবং করবে। জামায়াতে ইসলামী শহীদ ও জীবন্ত শহীদ পরিবারের সদস্য।
এ সময় জামায়াত আমির শহীদ পরিবারের বেদনা তুলে ধরে বলেন, যেই মা-বাবা সন্তান হারিয়েছে, যে বোন স্বামী হারিয়েছে, যেই সন্তান পিতা-মাতা হারিয়েছে তারা গত বছর রমজানে একত্রে সেহরি ও ইফতার করেছে। এবছর সেই স্মৃতি মনে করে সেহরি ও ইফতার তৃপ্তিতে করতে পারে না। এই বেদনা সহ্য করার নয়। এসময় তিনি এবারের ঈদ শহীদ পরিবারের সদস্য ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের সাথে পালনের ঘোষণা দেন। আমিরে জামায়াত বলেন, শহীদের নিয়ে প্রকাশিত শহীদ স্মরণিকা ঈদের পরপরই প্রত্যেক শহীদ পরিবারে পৌঁছানো হবে।
জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিল পূর্বক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।
ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, বুয়েটের অধ্যাপক প্রকৌশলী ফখরুল ইসলাম, সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী শহীদ আলী আহসান মুজাহিদের ছেলে আলী আহম্মদ তহকীক প্রমুখ। এসময় জামায়াতের মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে জাতিকে মুক্ত করতে গিয়ে আহত-পঙ্গুত্ব বরণ করেছে তারা ইসলামের দৃষ্টিতে গাজী এবং গণহত্যার শিকার সকলে শহীদ। বাংলাদেশের স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
ডেস্ক/এমএস