মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৫৮ অপরাহ্ন
তবে কোহলির ৮৪ রানের দুর্দান্ত ইনিংসেই আজ সহজ জয় পেয়েছে ভারত।
দুবাইয়ে আজ প্রথম সেমিফাইনালে ভারতকে ২৬৫ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া।
তবে দ্রুতই অস্ট্রেলিয়াদের ম্যাচে ফেরার আশা মিইয়ে দেন কোহলি।
জুটি দুটি খুব বড় না হলেও ভারতের জয়ের পথ প্রশস্ত করে দেয়। অক্ষরের সঙ্গে ৪৪ রানের বিপরীতে লোকেশের সঙ্গে গড়েন ৪৭ রানের জুটি। দলের জয় যখন ৪০ রান দূরে ঠিক তখনই বাউন্ডারি হাঁকাতে গিয়ে আউট হন কোহলি।
জয়ের বাকি সমীকরণটা প্রায় মিলিয়েই দিয়েছিলেন লোকেশ-হার্দিক পান্ডিয়া। তবে জয়ের ৬ রানের দূরত্বে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন হার্দিকও (২৮)। পরে অবশ্য ছক্কা হাঁকিয়েই ভারতের জয় নিশ্চিত করেন ৪২ রানে অপরাজিত থাকা লোকেশ।
এর আগে রেকর্ড গড়া লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারির জোড়া ফিফটিতে ২৬৪ রান করে অজিরা। স্মিথের ৭৩ রানের বিপরীতে ৬১ রান করেন ক্যারি। আইসিসির নকআউট পর্বে এর আগে এত রানের লক্ষ্য দিয়ে কখনো হারেনি অস্ট্রেলিয়া। কিন্তু আজ সেই তিক্ত স্বাদ দিল ভারত। সঙ্গে অজিদের ফাইনাল খেলার স্বপ্নও ভেঙে দিল। আগের সর্বোচ্চ রান তাড়াও ছিল ভারতের, ২৬১ রান। ২০১১ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই রান তাড়া করে জিতেছিল ভারত।