মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের স্বপন নামের এক ব্যক্তি কর্মের উদ্দেশ্যে পর্তুগালে পাড়ি জমান। বিদেশে অবস্থানকালে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরবর্তীতে ব্র্যাক মাইগ্রেশনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় তাকে বাংলাদেশে ফেরত আনা হয়।
দেশে আসার পরে সুস্থ হয়ে উঠলেও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হন। তিনি হতাশ হয়ে পড়েন। এ কারণে নতুন করে কোন কর্মের পরিবেশ সৃষ্টি করতে পারেননি। এমন অবস্থায় সহযোগিতায় ইউরোপীয় চায়না ব্র্যাকের ইউনিয়নের ফন্ট্যাক্স এর মাধ্যমে বুধবার আর্থিক অনুদানের চেক তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস বলেন, এই অর্থ দিয়ে স্বপন সাইকেল পার্টস’র ব্যবসা শুরু করবেন। তার স্ত্রী মারা গেছেন এবং একটি সন্তান রয়েছে সে পড়াশুনা করছে।
শিশুটিকে সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে কেস ম্যানেজমেন্টের আওতায় নিয়ে এসে শিশু সুরক্ষা ভাতা দেয়ার জন্য সার্বিকভাবে সহযোগিতা করা হবে। কর্মময় ও মানবতার মাধ্যম দিয়ে বাসযোগ্য হয়ে উঠুক এই পৃথিবী।
ডেস্ক/এমএস