মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৭:৫০ পূর্বাহ্ন

যুবদল নেতাকে মারধর ছাত্রদল নেতার

যুবদল নেতাকে মারধর ছাত্রদল নেতার

ফেনীর দাগনভূঞায় যুবদল নেতাকে মারধরের অভিযোগ উঠেছে এক ছাত্রদল নেতার বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ওই ছাত্রদল নেতা।

হামলার শিকার জামাল উদ্দিন টিংকু উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হচ্ছেন সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সহসভাপতি কাজী জামশেদুর রহমান ফটিক।

সংশ্লিষ্টরা বলছেন, দলীয় কোন্দলের জেরে হামলার ঘটনা ঘটতে পারে।

টিংকু জানান, শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর তিনি দাগনভূঞা বাজারে যান। এ সময় ফটিকের নির্দেশনায় একদল সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে আহত হন তিনি। তার চিৎকারে বাজারের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

অভিযোগের বিষয়ে ফটিক বলেন, টিংকুর ওপর যারা হামলা করেছে তারা কেউ আমার কর্মী নয়। তাদেরকে আমি চিনি না।

উপজেলা যুবদলের আহ্বায়ক কবির আহমেদ ডিপলু হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দ্রুত হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com