বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:১৫ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : কুষ্টিয়ায় গণমুক্তি ফৌজের শীর্ষ সন্ত্রাসী মুকুলের দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ওই দুই সন্ত্রাসী জেড এম সম্রাট ও দ্বীন ইসলাম রাসেল।
সোমবার (২৭ জুলাই) বিকেল চারটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বড় আইলচারা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাব ১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খায়রুল ইসলাম বলেন, পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলামের নেতৃত্বে দুই সন্ত্রাসী জেড এম সম্রাট ও দ্বীন ইসলাম রাসেলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, সম্রাট দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র বহন করে কুষ্টিয়ার বিভিন্ন টেন্ডারবাজি করে আসছিলেন।