মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:২৯ পূর্বাহ্ন
অল নিউজ ডেস্ক : মাননীয় পুলিশ সুপার জনাব ফারুক আহমেদ পিপিএম (বার) স্যারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর পরিচালনা সঙ্গীয় অফিসার এস, আই কাজী আরিফ আহমেদ এ, এস, আই, মুকুন্দ দেববর্মা কং/৫৮২ মোঃ তাকলিম হোসেন কং/৯৬কণমনি দাস কং/১০২২ মোঃ আতাউর রহমান সবাই জেলা গোয়েন্দা শাখা মৌলভীবাজার, ও এস, আই মোঃ সাইফুল ইসলাম মাদকবিরোধী সেল মৌলভীবাজারসহ বিশেষ অভিযান ডিউটি চলাকালীন সময় অদ্য- ২৭/০৭/২০খ্রিঃ সময় ১৯.৫০ ঘটিকায় সময় মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল থানাধীন ০৮ নং কালীঘাট ইউপিস্হ আব্রামঠ সোহনা এন্টারপ্রাইজ এর সামন হইতে একজন আসামী ধৃত করা হয়। ধৃত আসামী নাম ১। মিঠুন বারাইক (২৫) পিতা – রবি বারাইক, সাং- শিসলবাড়ী চা-বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার -কে ১২(বার) বোতল ভারতীয় নিষিদ্ধ বিদেশি মদসহ গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হইতেছে। বিঃদ্রঃ মাদকের বিষয় তথ্য দিয়ে ডিবি, মৌলভীবাজার জেলাকে সহায়তা করুন। আপনার পরিচয় গোপন রাখা হবে