বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫:১৯ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : ঢাকার আশুলিয়ায় চাঁদাবাজির অভিযোগে র্যাবের হাতে গ্রেপ্তার আশুলিয়া থানার পুলিশ কনস্টেবল মমিনুর রহমানসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
পুলিশের করা রিমান্ড আবেদনের শুনানি করে ঢাকার জ্যেষ্ঠ বিচারকি হাকিম মনিরুজ্জামান শিকদার সোমবার (২৭ জুলাই) এই আদেশ দেন।
কনস্টেবল মমিনুর ছাড়া অপর তিনজন হলেন- আব্দুল হামিদ (৩২), মো. ওয়াহেদ (৪০) এবং ওয়াজেদ শেখ (২৩)।
সোমবার চারজনকে আদালতে হাজির করে প্রত্যেক মামলায় সাত দিন করে মোট ২৮ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ।
শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় এক দিন করে মোট চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে রোববার রাতে আশুলিয়ার জামগড়া এলাকার নিগার প্লাজার নিচতলায় নূর মেডিকেল হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।
তাদের কাছ থেকে ওয়াকিটকি, হাতকড়া, পুলিশ আইডি কার্ড, পুলিশ লেখা স্টিকার, সিগন্যাল লাইট, মাইক্রোবাস, দেশীয় অস্ত্রশস্ত্র, বিভিন্ন ব্যাংকের ১৬টি এটিএম কার্ড, ১২টি মোবাইল সেট, সাতটি মানিব্যাগ, গাঁজা, ইয়াবা এবং ২৮ হাজার ৮১৫ টাকা জব্দ করা হয়।
র্যাবের পক্ষ থেকে বলা হয়, কনস্টেবল মমিনুর রহমানের নেতৃত্বে এ চক্রটি ‘দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছিল’। পরে আশুলিয়া থানায় তাদের বিরুদ্ধে ডাকাতির পরিকল্পনা, চাঁদাবাজি, মাদক ও জাল টাকা উদ্ধারের অভিযোগে চারটি মামলা করা হয়।