মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :২৮ জুলাই ২০২০॥ জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের আশু রোগ মুক্তি কামনা করেছে রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের আশু রোগ মুক্তি কামনা করে সকলের দোয়া প্রার্থনা করেছেন।
এদিকে সন্ধ্যায় রাজশাহী প্রেসক্লাব ও জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদ সাধারণ সম্পাদক আসলাম-উদ-দৌলার নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মৃতি পরিষদ সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল বাদলের সাথে দেখা করে তাঁর চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, সাংগঠনিক সম্পাদক আসলাদুল হক দুখু, কোষাধক্ষ্য কাজী তংকু, সদস্য শরীফ উদ্দিন, ইকবাল হাসান টাইগার, আরিফ হোসেন, মো. হানিফ প্রমুখ।