বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৬:২৭ অপরাহ্ন
মো. আতিক ইসলাম, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়ন পরিষদের ৫ জন গ্রামপুলিশ কোভিড-১৯ করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় মঙ্গলবার দুপুরে ওষুধ ও ঈদ উহার দিয়েছেন অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ।
এর আগে সোমবার শিবগঞ্জ থানায় সাপ্তাহিক চৌকিদার প্যারেডে সকল গ্রামপুলিশদের মাঝে মাস্ক বিতরণ করেন। গ্রামপুলিশদের উদ্দেশ্যে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ বলেন, আসন্ন ঈদুল আযহার সময় আপনাদের উপর অর্পিত দায়িত্ব ঠিকমতো পালনে নিজ নিজ এলাকায় টহল জোরদার করতে হবে।
এছাড়া করোনা মোকাবিলায় সরকারের নির্দেশ সঠিকভাবে মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলকে একসাথে নিষ্ঠার সাথে কাজ করা আহ্বান জানান তিনি।