মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:৪৪ পূর্বাহ্ন
রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর গোদাগাড়ীতে ৪০০ গ্রাম গাঁজাসহ জহুরুল হক (১৮) নামের এক মাদক কারবারিকে আটক করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে গোদাগাড়ী উপজেলার ফুলতলা ঘাট সংলগ্ন স্কুল মাঠে তাকে আটক করা হয়। সে কালিদিঘি গ্রামের মজিবুর রহমানের ছেলে।
গোদাগাড়ী মডেল থানার এএসআই রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে ফুলতলা ঘাট সংলগ্ন স্কুল মাঠে এক মাদক বিক্রেতা গাঁজা বিক্রির উদ্দেশ্যে বসে আছে। এই সময় আমিসহ অন্য সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে তল্লাশি চালায়।
এই সময় তার সঙ্গে থাকা একটি প্লাস্টিকের ব্যাগে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবার জেলহাজতে প্রেরণ করা হবে বলে জানান।