শনিবার, ২১ মে ২০২২, ০৯:৩৯ অপরাহ্ন
মোহা: সফিকুল ইসলাম, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জসংবাদদাতা:
শিবগঞ্জে আগ্নেয়াস্ত্র, গুুলি ও ম্যাগজিনসজ ২ যুবককে আটক করেছে র্যাব। আটককৃত যুবকদ্বয় হলো উপজেলার বিনোদপুর ইউনিয়নের কালিগঞ্জ গ্রামের তানজিল মিয়ার ছেলে রিপন মিয়া(৩০) ও মনাকষা ইউনিয়নাধীণ তারাপুর ঠুঠাপাড়া গ্রামের এজাবুল হকের ছেলে ওবাইদুর রহমান(৩২) র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মনাকষা ইউনয়নের গোপালপুর ঘাট ব্রীজ হতে প্রায় ১শ গহ পূর্বে সাদ্দাম হোসেনের আম বাগানে অভিযান চালিয়ে ১টি বিদেশী ি বস্তুল, ১টি ওযান শুটার গান, ১ুিট ম্যাগজিন ও ২রাউন্ড পিস্তুলের গুলি সহ রিপন ও ওবাইদুরকে হাতেনাত আটক করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা হয়েছে এবং আটককৃত ২যুবককে থানা পুলিশের সহায়তায় আইনের মাধ্যমে জেলা কারাগাবে প্রেরণ করা হয়েছে।