শনিবার, ২১ মে ২০২২, ১০:০৫ অপরাহ্ন
মোহা: সফিকুল ইসলাম, (চাঁপাইনবাবগঞ্জ) শিবগঞ্জ সংবাদদাতা:
শিবগঞ্জে বিপুল পরিমান ইয়াবাট্যাবলেট সহ ২যুবককে আটক করেছে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার সদস্যরা। আটকৃকৃত যুবক ২ জন হলো শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহালাবাড়ি গ্রামের সেন্টু বিশ্বাসের ছেলে এমদাদুল হক( ২৬) ও একই ইউনিয়নের যুক্তরাধাকান্তপুর গ্রা মের খোরশেদ আলির ছেলে বাশার অলি(২০)।
র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ১টার দিকে র্যাব ৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প শাখার একটি আভিযানিক দল শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুরইউনিয়নের বহালাবাড়ি এলকায় অভিযান চালিয়ে ১৮৯০পিস ইয়াবা ট্যাবলেট সহ এমদাদুল ও বাশারকে হাতেনাতে আটক করা হয়েছে।
এ ব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মাদক মামলা হয়েছে এবং আটককৃতদের পুলিশের সহায়তায় আইনের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।