মঙ্গলবার, ১৭ মে ২০২২, ০৯:২৫ পূর্বাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আম বোঝাই ট্রাক উল্টে চাপা পড়ে শিবগঞ্জ উপজেলার ত্রিমোহনী গ্রামের টানু (৪৫) নামের একজন ঘটনা স্থলেই মারা যায়।
বুধবার রাত সাড়ে ১০টার দিকে রহনপুর-গোমস্তাপুর সড়কের নিমতলা, কাঁঠাল এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, নওগাঁর জেলার সাপাহার থেকে শিবগঞ্জ উপজেলার কানসাট গামী একটি আম বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি জলাশয়ে পড়ে যায়।
পুলিশ ট্রাক ও লাশটি উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।