শনিবার, ২১ মে ২০২২, ০৮:৫৯ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর নিয়ন্ত্রণ আরোপ করে তুরস্কের সংসদে একটি আইন পাস হয়েছে।
তুরস্ক যে আইন করেছে তাতে বলা হয়েছে, যাদের সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ১০ লাখের বেশি অনুসারী আছে, তাদের তুরস্কে একটি স্থানীয় কার্যালয় থাকতে হবে। এছাড়া সরকার যদি কোন কন্টেন্ট সরাতে বললে তাদের সেটা মানতে হবে।
কোন সংস্থা এই নির্দেশ অমান্য করলে তাদের জরিমানা করা হবে। তাদের ডেটা সরবরাহের গতি ব্যাপকভাবে কমিয়ে দেওয়া হবে।
এই আইন প্রযোজ্য হবে ফেসবুক, গুগল, টিকটক এবং টুইটারের মত বহু সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষেত্রে।
নির্দেশ অমান্যকারী সংস্থাগুলোর ব্যান্ডউইথ ৯৫% পর্যন্ত হ্রাস করা হতে পারে। যার অর্থ হবে যে তারা কাজ করতে পারবে না। এছাড়া সামাজিক যোগাযোগ নেটওয়ার্কে ব্যবহৃত তথ্য তুরস্কে সংরক্ষিত রাখা হবে।
তুরস্কের ৮ কোটি ৪০ লক্ষ জনগণের মধ্যে সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়। দেশটির কয়েক কোটি সোশাল মিডিয়া ব্যবহারকারীর কাছে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট এবং টিকটক সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম।
দেশটির সরকার বলছে, এই আইনের লক্ষ্য সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই ব্যবহারকারীদের সুরক্ষা দেওয়া।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল নতুন এই আইনকে ব্যাখ্যা করেছে তুরস্কে বাক স্বাধীনতার ওপর সবচেয়ে গুরুতর আঘাত হিসেবে। খবর: বিবিসি