শনিবার, ২১ মে ২০২২, ১০:৩৪ অপরাহ্ন
অল নিনোদন ডেস্ক : এলাকার কুখ্যাত সন্ত্রাসী সিলভার রকি। সে জোর করে সুন্দরী অপরূপা নূরিকে তুলে নিয়ে বিয়ে করতে চায়। নূরি সেখান থেকে পালিয়ে ইমনের কাছে আশ্রয় নেয়। দুজনের মধ্যে ভাব জমে। ইমন সন্ত্রাসী রকির হাত থেকে নূরিকে রক্ষা করার চেষ্টা চালিয়ে যায়। কিন্তু একটা সময় দুজনকেই রকির হাতে ধরা পড়তে হয়।
এমনই গল্প নিয়ে নির্মিত ওয়েব ফিল্ম ‘হঠাৎ বিয়ে’। মাসুদুল হাসানের গল্পে এটি রচনা করেছেন দয়াল সাহা। নির্মাণ করেছেন ওসমান মিরাজ।
ওয়েব ফিল্মটিতে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে তাহসান ও বিদ্যা সিনহা মিমকে। নাটক ও টেলিচবিতে আগে একসঙ্গে কাজ করলেও ওয়েব ফিল্ম এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে তাদের। এতে আরও অভিনয় করেছেন আনন্দ খালেদ, শিখা, রকি খান, রত্না খান ও হৃদয় প্রমুখ।
ঈদের তৃতীয় দিন দুপুর ১২টায় বাংলাভিশন ও এসএস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে একযোগে ওয়েব ফিল্মটি প্রচার হবে।