বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৬:৪৮ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ‘ঈদ-উল-আযহা’ উপলক্ষে পশু কোরবানি করতে গিয়ে লাল মোহাম্মদ (৬৫) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের দোশীমানি কাঁঠাল গ্রামে আজ সকালে পশু কোরবানির সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় বাবু নামে একজন জানান, তিনি কাঁঠাল জামে মসজিদে দীর্ঘদিন ধরে ইমাম হিসেবে নিয়মিত নামাজ পড়াতেন। তিনি আরো জানান, সকালে ঈদের নামাজের পর কবর জিয়ারত শেষে পশু কোরবানির এক পর্যায়ে ক্লান্তির কারনে হঠাৎ দুর্বল হয়ে অজ্ঞান হয়ে পড়লে তার মৃত্যু ঘটে। তার মৃত্যুতে তার পরিবারসহ এলাকাবাসীতে শোকের ছায়া নেমে এসেছে।