মঙ্গলবার, ১৭ মে ২০২২, ১০:৪৩ পূর্বাহ্ন
অল নিউজ ডেস্ক : লেবাননের ডিটেনশন সেন্টার থেকে ৬৪ জন বাংলাদেশি দেশে ফিরছেন। আজ রবিবার (০২ আগস্ট) এসব নাগরিক রাতে ঢাকায় ফিরবেন। লেবাননের বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
দূতাবাস জানায়, কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট যোগে দেশে ফিরে আসছে। প্লেনটি ইতোমধ্যেই বৈরুত এয়ারপোর্ট থেকে রওয়ানা দিয়েছে।
এ ছাড়া চলতি সপ্তাহে লেবানন থেকে ধাপে ধাপে আরো বাংলাদেশি নাগরিক ফিরে আসবেন বলেও জানানো হয়েছে।