শনিবার, ২১ মে ২০২২, ১০:৩৪ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের উদ্যানতত্ত্ব কেন্দ্রের অবসরপ্রাপ্ত হিসাব রক্ষকের করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।
মৃত ব্যক্তি হচ্ছেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দাউদপুর মহল্লার মৃত. আরসাদ আলীর ছেলে মো. আফতাফ হোসেন রহমান। তিনি চাঁপাইনবাবগঞ্জ কল্যাণপুর উদ্যানতত্ত্ব কেন্দ্রের অবসরপ্রাপ্ত হিসাবরক্ষক ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানান, আফতাফ হোসেন গত ২১ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ভর্তি হন এবং ২৫ জুলাই তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে তার শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার বেলা ১১টায় সময় তিনি মারা যান।
তিনি আরো জানান, করোনার নিয়ম মেনে তার মরদেহের দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এনিয়ে জেলায় করোনায় ৭ জনের মৃত্যু হলো।