বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৬:১৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় শাজাহান আলী (৩০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার সন্ধা সাড়ে ৬ টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার তারাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পবা হাইওয়ে পুলিশ ফাড়ীঁর ইনচার্জ কাজল কুমার নন্দী বলেন, আজ ঈদের দিন তারাপুর বিলের মধ্যে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর সময় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে কাঠাখালি মোহনপুর এলাকার আজাদের ছেলে শাজাহান নিহত হয়। এঘটনায় আহত দুইজনের নাম জানাযায়নি বলে জানান ইনচার্জ কাজল কুমার।