শনিবার, ২১ মে ২০২২, ১০:৩১ অপরাহ্ন
অল নিউজ ডেস্ক : পটুয়াখালী বাউফলের কেশবপুর ইউনিয়নের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের সভাপতি সালাউদ্দিন পিকু ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাবলু এই দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রাকিব উদ্দিন রুমন তালুকদার(৩৩) এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য ঈশাদ তালুকদার(২৪) নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বাউফলের কেশবপুর বাজারে গতকাল রবিবার সন্ধ্যা ৭ টায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় রুমন তালুকদার ও ঈশাদ তালুকদার কে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তারা মৃত্যুবরণ করেন। এ ঘটনায় পুরো উপজেলা জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সংঘর্ষে জড়িতরা সবাই আওয়ামিলীগেের কর্মী ও সমর্থক।
পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটেছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম ইতিমধ্যে মাঠে নেমেছে।