রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৫:১২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
টিসিবি পণ্য নিতে এসে তিনজন মার খেলেন ইউপি চেয়ারম্যানের হাতে 

টিসিবি পণ্য নিতে এসে তিনজন মার খেলেন ইউপি চেয়ারম্যানের হাতে 

শাহাদাত চৌধুরি( নওগাঁ) নিয়ামতপুর প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য নিতে এসে চেয়ারম্যান তিনজনকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ উঠেছে। মোজাম্মেল হোসেন (৫০), শহিদুল ইসলাম (৪০) ও শান্ত বাবু (২০) এসব অভিযোগ করেন। তারা তিনজনই একই ইউনিয়ন হরিপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে। ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে টিসিবি পণ্য নিতে আসে কার্ডধারীরা। উপস্থিতি বেশি হওয়ায় পণ্য নিতে ঠেলাঠেলি হওয়ার কারণে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম তার রুম থেকে বের হয়ে এসে কলার ধরে টেনে নিয়ে গিয়ে থাপ্পড় দেওয়া শুরু করেন। এতে সবাই হতভম্ব হয়ে পড়ে। এর আগেও চেয়ারম্যান এ ধরনের কাজ করছে। মোজাম্মেল হোসেন (৫০) কান্না জড়িত কন্ঠে বলেন, টিসিবি পণ্য নিতে এসে চেয়ারম্যান আমাকে মারধর করেছে। গরীব বলে কি আমাদের সন্মান নেই!  আমরা মানুষ নই। তারা যেভাবে দিচ্ছে আমরা তো সেভাবেই পণ্য নিচ্ছি। তারপরও চেয়ারম্যান এ ধরনের ব্যবহার করবেন কেন? টিসিবি পণ্য নিতে আসা দেলোয়ার হোসেন বলেন, একজন চেয়ারম্যানের কাছ থেকে এমন অশোভন আচরণ কেউ আশা করে না। তিনজকে এভাবে লাঞ্ছিত করা সকলের জন্যই খারাপ ইঙ্গিত বহন করে। ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, টিসিবি পণ্য বিতরণের একটু ধাক্কাধাক্কি হয়েছে। মারধরের বিষয়টি আমি জানি না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, লোকমুখে শুনেছি এ ধরনের ঘটনা ঘটেছে। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্হা গ্রহণ করা হবে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com