মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১২:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা আধুনিক বাংলাদেশের  রুপকার জননেত্রী শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার-এমপি গালিব ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে প্রাণিসম্পদ প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে শিবগঞ্জে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ, আহত ১৫ শিবগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন-সমাপনী অনুষ্ঠিত রানীশংকৈল ডিগ্রি কলেজ মাঠে মুক্ত মঞ্চের শুভ উদ্বোধন জেলা মহিলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জাতীয় দলের পাঁচ নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা গোপালগঞ্জে নানান আয়োজনের মধ্য পালিত হলো পহেলা বৈশাখ
নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

নেদারল্যান্ডসের বিপক্ষে যেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ

নিউজ ডেস্ক :
আজ নেদারল্যান্ডসের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ কেমন হতে পারে। মেসিদের কোচ লিওনেল স্কালোনি কী রদ্রিগো ডি পলকে পাবেন? আনহেল ডি মারিয়া কি থাকবেন প্রথম একাদশে? এই প্রশ্নের মাঝেই দেখে নেওয়া যাক কেমন হতে পারে ডাচদের বিপক্ষে আলবিসেলেস্তেদের একাদশ।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওআইসি স্পোর্টসে’র জানিয়েছে একাদশ সাজাতে অনুশীলনে আলাদা দুটি দলকে মাঠে নামিয়েও পরীক্ষা করে দেখেছেন আর্জেন্টাইন কোচ।

মূলত ডি পল ও ডি মারিয়াকে নিয়ে সমাধান খুঁজে বের করতেই এ পথটি বেছে নিয়েছেন স্কালোনি। নিজেদের শেষ অনুশীলনে স্কালোনি প্রথমে দলকে খেলান ৪-৩-৩ ফরমেশনে। পরে সেটি বদলে তিনি দলকে খেলান ৫-৩-২ ফরমেশনে। প্রথম লাইনআপে স্কালোনি অস্ট্রেলিয়ার ম্যাচের ফরমেশন অপরিবর্তিত রাখেন।

তবে একাদশে একাধিক পরিবর্তন আনেন। মার্কোস আকুনিয়ার জায়গার আসেন নিকলোস তালিয়াফিকো, পাপু গোমেজের জায়গায় খেলেন আনহেল ডি মারিয়া।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ:

গোলকিপার: এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরা, নিকোলাস ওতামেন্দি, মার্কোস আকুনিয়া।
মিডফিল্ডার: এনজো ফার্নান্দেস, রদ্রিগো ডি পল।
ফরোয়ার্ড: আনহেল ডি মারিয়া, ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, আলভারেজ।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com