শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তি নিহত

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে এক ব্যক্তি নিহত

 

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হয়ে মৃত্যু বরণ করার ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম সাদেকুল ইসলাম। বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দক্ষিন বিষনোপুর মাঝাপাড়া গ্রামে। পিতার নাম মৃত সাহরুল্লা। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ওসি (তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী। তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার সৈয়দপুর ইউনিয়নের কিসমত সৈয়দপুর গ্রামে রাতে আধারে চৌধুরী এগ্রো ইন্ডাষ্ট্রিজের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করার সময় বিদ্যুতায়িত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়। খুঁটির কাছে ঐ ব্যক্তিকে মৃত অবস্থায় সকালে মাটিতে পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। প্রথমে তার পরিচয় জানা না গেলেও বিকালে নাম ঠিকানা পাওয়া যায়। তার লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com