বৃহস্পতিবার, ০১ Jun ২০২৩, ১২:১১ পূর্বাহ্ন

কুড়িগ্রামে রেললাই‌নের পা‌শ থেকে নবজাত‌কের মর‌দেহ উদ্ধার

কুড়িগ্রামে রেললাই‌নের পা‌শ থেকে নবজাত‌কের মর‌দেহ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ

 

কু‌ড়িগ্রা‌মের রাজারহাট উপ‌জেলার রাজারহাট ইউ‌নিয়‌নে রেললাই‌নের পা‌শের এক‌টি জ‌মি‌ থে‌কে এক নবজাত‌কের মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। র‌বিবার (৩০ এ‌প্রিল) সকা‌লে মর‌দেহ‌টি উদ্ধার করা হয়। রাজারহাট থানার ও‌সি আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রেছেন। ও‌সি জানান, র‌বিবার সকা‌লে টগরাইহাট রেল স্টেশ‌নের কা‌ছে উপ‌জেলার সদর ইউ‌নিয়‌নের অধীন রেল লাই‌নের পা‌শে একটি জ‌মিতে স্থানীয় এক নারী ছাগল বাঁধ‌তে গি‌য়ে মর‌দেহ‌টি প‌রে থাক‌তে দে‌খেন। প‌রে স্থানীয়রা পু‌লি‌শে খবর দি‌লে পু‌লিশ মর‌দেহ‌টি উদ্ধার ক‌রে। ত‌বে শিশু‌টির কোনও প‌রিচয় বা ওয়া‌রিশ সনাক্ত করা যায়‌নি। ‌কে বা কারা মর‌দেহ‌টি ফে‌লে গে‌ছে সে বিষ‌য়ে স্থানীয়রা কিছু জানা‌তে পা‌রে‌নি। ও‌সি ব‌লেন, ঘটনাস্থ‌লে পু‌লিশ পা‌ঠি‌য়ে মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। স্থান‌টি রেলও‌য়ে পু‌লি‌শের আওতাধীন। তারা আইনগত ব‌্যবস্থা নে‌বে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com