মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৭:৫৮ অপরাহ্ন

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

সিংড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

নাটোরের সিংড়ায় সড়ক দুর্ঘটনায় মটর সাইকেল চালক ও আরোহী নিহত হয়েছে। নিহতরা হলেন
রুবেল (৩০) পিতা: ইসমাইল ও নাদিম (৩০) পিতা: মনজুর রহমান। উভয়ের বাসা বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আফতাব নগর খেরানী পাড়ার বাসিন্দা।

রবিবার বিকেল সাড়ে ৪ টায় নাটোর – বগুড়া মহাসড়কের নিংগইন পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে। এসময় শামসুদ্দিন নামে অপর ১ জন আহত হয়।

সিংড়া থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায়, রবিবার নলডাঙ্গা উপজেলার হালতিবিল এলাকায় হাঁসের খামারে যাওয়ার জন্য রওয়ানা হন তিনজন। দ্রুত যাওয়ার সময় সিংড়া উপজেলার নিংগইন এলাকায় সেনাবাহিনীর টহলরত গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে রুবেল নিহত হয়। পরে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসার পরেই নাদিম মৃত্যুবরণ করেন।

সিংড়া থানার ওসি আসমাউল হক বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের পরিবারকে জানানো হয়েছে। লাশ উদ্ধার করে সিংড়া থানা হেফাজতে রয়েছে।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com