রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু দেখল দেশ

ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু দেখল দেশ

নিউজ ডেস্ক :
বর্ষার শুরুতেই দেশে ভয়াবহ বন্যার পাশপাশি বাড়ছে এডিস মশার বিস্তার। ফলে ডেঙ্গু রোগীর সংখ্যাও বাড়ছে।

এরইমধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ঢাকায় একজনের মৃত্যু ঘটেছে। সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

সূত্র বলছে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৭ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ১১০ জন ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছেন।

গত কয়েকদিন ধরে চিকিৎসাধীন এসব রোগীর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১০৬ জন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম মে মাসেই সতর্কবার্তা দিয়েছিলেন, চলতি বছরে ডেঙ্গু আরও ভয়ঙ্কর হয়ে উঠতে। রাজধানীতে কারও বাসাবাড়ি বা স্থাপনায় এ রোগের জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ডেঙ্গুর বিস্তার রোধে এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরুর ঘোষণা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস গত ১৪ জুন বলেন, ঢাকা দক্ষিণের ১০ অঞ্চলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে। যারা ডেঙ্গুর বিপদ নিয়ে সচেতন হচ্ছেন না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতেই এ অভিযান আগামী ৪ মাস এ অভিযান পরিচালনা করা হবে ।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, জুন মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৫৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৮০৮ জন। অর্থাৎ অর্ধেকের বেশিই জুন মাসের প্রথম ২১ দিনে ভর্তি হয়েছেন।

এ ছাড়া জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন, মার্চে ২০ জন, এপ্রিলে ২৩ জন এবং মে মাসে ১৬৩ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

দেশজুড়ে আক্রান্তের মধ্যে ৬৯৭ জন ঢাকা মহানগরের বাসিন্দা। বাকিদের মধ্যে ঢাকা বিভাগে একজন, ময়মনসিংহ বিভাগে ৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৮ জন, খুলনা বিভাগে ১১ জন, রাজশাহীতে একজন, রংপুরে ৩ জন এবং বরিশালে ১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com