রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০৩:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
পিরোজপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

পিরোজপুরে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ

নিউজ ডেস্ক :

পিরোজপুরের ইন্দুরকানীতে ভুল চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার মাতৃসেবা ক্লিনিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই সন্তানের জননী নাসিমা বেগম (৩৫) দক্ষিণ ইন্দুরকানী গ্রামের মহিদুল হাওলাদারের স্ত্রী।

পরিবার সূত্র জানায়, নাসিমা বেগম (৩৫) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে মাতৃসেবা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে ডাক্তার না থাকায় স্বজনরা তাকে অন্য হাসপাতালে নিতে চান; কিন্তু ক্লিনিকের ম্যানেজার রাজিব রায় জোর করে তাকে ভর্তি করান।

পরে রাজিব রায় ও ডাক্তারের সহকারী রোগীর চিকিৎসা শুরু করেন। স্যালাইন পুশ করলে রোগীর পানি পিপাসা লাগে। পানি পান করানোর পর রোগী অজ্ঞান হয়ে পড়েন এবং মুখ থেকে লালা বের হতে থাকে।

এ সময় ম্যানেজার রাজিব রায় রোগী ও তার স্বজনদের একটি অ্যাম্বুলেন্সে তুলে দেন। পিরোজপুর সদর হাসপাতালে নেওয়ার পর রোগীকে মৃত ঘোষণা করেন সেখানকার চিকিৎসক।

নাসিমার স্বামী মহিদুল বলেন, মাতৃসেবা ক্লিনিকে ডাক্তার না থাকায় আমার স্ত্রীকে অন্যত্র নিতে চাইলে ম্যানেজার রাজিব রায় জোর করে ভর্তি করেন এবং আমার কাছ থেকে কয়েকটি কাগজে স্বাক্ষর নেন। পরে আমার স্ত্রীকে পানি জাতীয় দ্রব্য খাওয়ানো হলে তার মুখ থেকে লালা বের হতে শুরু করে।

তিনি বলেন, পিরোজপুর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানান অনেক আগেই রোগী মারা গেছেন। তাদের ভুল চিকিসার কারণে আমার স্ত্রী মারা গেছে। আমি এর বিচার চাই।

অভিযোগের বিষয়ে মাতৃসেবা ক্লিনিকের ম্যানেজার রাজিব রায় জানান, রোগীকে ভর্তি করার পর গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে অ্যাম্বুলেন্স ডেকে তাদের পিরোজপুরে পাঠিয়ে দেই।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com