বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
মেসির ভয়েই ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনালদো

মেসির ভয়েই ইউনাইটেড ছাড়তে চাইছেন রোনালদো

নিউজ ডেস্ক :
ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনালদো। এই খবর প্রকাশের পর থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। এত আড়ম্বরে ওল্ড ট্রাফোর্ডে প্রত্যাবর্তনের পর মাত্র এক মৌসুম কাটিয়েই কেন কেটে পড়তে চাইছেন রোনালদো? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে নানা মুনি নানা মত দিচ্ছেন।

সম্প্রতি টকস্পোর্টের এক আলোচনায় রোনালদোর ইউনাইটেড ছাড়তে চাওয়া প্রসঙ্গে নিজের মত ব্যক্ত করেন সাবেক চেলসি স্ট্রাইকার টনি কাসকারিনো। তার মতে, ‘আমি অফ এয়ারে বলেছি, এই প্রসঙ্গে আমি কিছুটা সন্দিহান। কারণ চ্যাম্পিয়ন্স লিগে তার (রোনালদো) গোল সংখ্যা ১৪১ আর মেসির হচ্ছে ১২৫। সে চ্যাম্পিয়ন্স লিগ খেলার সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে চায় না। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তকমা নিজের কাছেই রাখতে চায়। রোনালদো এভাবেই ভাবে।’

২০২১-২২ এ প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে থেকে মৌসুম শেষ করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। তাই আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছে না তারা। আর এই বিষয়টিই রোনালদো মেনে নিতে পারছেন না বলে মত কাসকারিনোর। রোনালদো মনে করেন, চ্যাম্পিয়ন্স লিগে খেলতে না পারলে ইউরোপসেরার প্রতিযোগিতায় তার সর্বোচ্চ গোলদাতার মুকুট মেসির কাছে হাতছাড়া হয়ে যেতে পারে।

নতুন কোচ এরিক টেন হাগের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড এখন পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে। তবে রোনালদোর মতো খেলোয়াড় যে সবসময় শিরোপা জিততে উন্মুখ, তার জন্য ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান অবস্থা মোটেই মানানসই নয় বলে মনে করেন কাসকারিনো, ‘সে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। যতদিন জিততে থাকবেন ততদিন সবই ঠিক থাকবে। তবে যখন জয়রথ থামবে, তখনই সমস্যা তৈরি হবে।’

 

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com