রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ অপরাহ্ন

টাইগারদের অভিনন্দন জানালেন তামিম

টাইগারদের অভিনন্দন জানালেন তামিম

আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে বল হাতে আফগানদের ধসিয়ে দেয় সাকিব আল হাসানের দল। এরপর ব্যাট হাতেও দারুণ পারফর্ম করেছে টাইগাররা।

এমন জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করায় টাইগার ভক্তরা আনন্দে ভাসছেন। অনেকেই টাইগারদের শুভেচ্ছা জানাচ্ছেন। এমন জয়ে সাকিব বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন এবারের বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া ওপেনার তামিম ইকবাল।

এক ফেসবুক পোস্টে তামিম বলেছেন, ‘অভিনন্দন বাংলাদেশ! ভালো শুরু। ধারাবাহিকতা ধরে রাখো শক্তিশালী তরুণরা।’

 

এর আগে, সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে বিশ্বকাপের প্রথম ম্যাচে ১৫৬ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান। আফগানদের ৬ উইকেটের বড় জয় দিয়ে ভারত বিশ্বকাপে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ দল।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com