রবিবার, ১২ মে ২০২৪, ১০:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
দুঃখে বুক ফেটে যাচ্ছে, যার যায় সেই বোঝে’ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা মৎস্যজীবী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত কয়রায় পথচারি ও ভ্যান চালকদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরন চরফ্যাশনে মেঘনা নদীর তীরে মাটি কাটায় অর্থদণ্ড সোনাগাজীতে সিএনজি অটোরিকশা উল্টে চালক নিহত বাগআঁচড়া নাভারণ ও বেনাপোল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নে মহান মে দিবস পালিত নজরুল বিশ্ববিদ্যালয়ে অভিযোগ প্রতিকার ও নিষ্পত্তি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন শ্রীমঙ্গলে এক কিশোরকে কুপিয়ে জখম শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য
মৌলভীবাজারে সাইবার আইনে আটক সাংবাদিক মশাহিদ’র মুক্তির দাবিতে বিএসকেএস’র প্রতিবাদ সভা

মৌলভীবাজারে সাইবার আইনে আটক সাংবাদিক মশাহিদ’র মুক্তির দাবিতে বিএসকেএস’র প্রতিবাদ সভা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃপক্ষ তাদের চা বাগানের পাশে বোবারতল এলাকার জনগণকে নিজ বাসস্থান হতে উচ্ছেদ ও ভুমি দখলের পুলিশ প্রশাসনের মারমুখি আচরণের সংবাদ প্রকাশ করেন।

সেই সংবাদ প্রকাশের জেরে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার মৌলভীবাজার প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। ওই মামলার জামিন প্রার্থনা করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণ করেন। প্রায় এক সপ্তাহ যাবত মশাহিদ আহমদ কারাগারে রয়েছেন।

সাংবাদিক মশাহিদ আহমদ এর মুক্তির দাবিতে বুধবার ২০ মার্চ বিকেল ৪টায় মৌলভীবাজারের সোনালী ব্যাংকের পাশে বাংলাদেশ সাংবাদিক কল্যান সংগঠন (বিএসকেএস) কার্যালয়ে সংগঠনের জেলা সভাপতি স্বপন কুমার দেব এর সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

বিএসকেএস এর জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাংবাদিক চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ সভাপতি জোসেফ আলী চৌধুরী, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, বিএসকেএস এর সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, যুগ্ম সম্পাদক সাংবাদিক আব্দুল বাছিত খান, বিএসকেএস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক- বিকাশ দাশ, যুগ্ম সম্পাদক সাংবাদিক তিমির বনিক ও সাংবাদিক- জালালুর রহমান, সাংবাদিক সাইদুল ইসলাম, আব্দুল মুকিত, রিপন আহমেদ, জাহেদুল ইসলাম পাপপু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘প্রায় সপ্তাহ ধরে মশাহিদ আহমদ কারাগারে থাকায় তাঁর স্ত্রী সন্তানসহ পরিবার পরিজন নিদারুণ কষ্টে রয়েছেন। অবিলম্বে সাংবাদিক মশাহিদ আহমদকে মুক্তি এবং তার মামলা প্রত্যাহার করতে সাংবাদিক বান্ধব জননেত্রী প্রধানমন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ বন্ধ করতেই হবে। তা না হলে নিপীড়িত মানুষের পক্ষে সংবাদ প্রকাশের পথ বন্ধ হয়ে যাবে। সমাজে অন্যায়, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের বৃদ্ধি পাবে।

উল্লেখ্য;মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের ব্যানারে গত শনিবার ১৬ মার্চ বেলা ২টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন মৌলভীবাজারে কর্মরত সাংবাদিকরা।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com