রবিবার, ১৯ মে ২০২৪, ০২:৩৯ পূর্বাহ্ন

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

 

আলমগীর বাবুঃচাঁদপুর জেলা প্রতিনিধিঃচাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়েছে। গত শনিবার (৩০ মার্চ) সদরের ছায়াবানি মোড় ও কালীবাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল। অভিযানে ঢাকা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, হিলশা ডায়াগনস্টিক সেন্টার, এল জি শো রুম, বাটা শো রুম, ফল দোকান, কাপড়ের দোকানে বাজার তদারকি করা হয়েছে এবং আইন মেনে ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়েছে। বিস্কুট কেক এর গায়ে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণ তারিখ না দেয়া এবং এম আর পি না থাকায় ঢাকা কনফেকশনারি, কালিবাড়ি শাখাকে ৪ হাজার টাকা, বাসি পুরানো গ্রীল রাখার দায়ে আল আরাফ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, এবং আমদানিকারকের লেভেলবিহীন, এম আর পি ছাড়া কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে রাখার দায়ে বসুন্ধরা পেপার হাউজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৩ টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। অভিযানে সহযোগিতায় ছিলেন জেলা আনসার ব্যাটালিয়ন এর একটি চৌকশ টিম।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com