শনিবার, ০৯ নভেম্বর ২০২৪, ০৬:১৯ অপরাহ্ন
চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান ও শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ হিল বাকী (অংকুর) এর ৩১ তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সেচ্ছাসেবী সংগঠন মুসলিমপুর ছাত্র উন্নয়ন ফাউন্ডেশন এর সভাপতি সংবাদকর্মী আল আমিন সহ অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাসেবী ও রক্তদান সংগঠনগুলোৱ পাশে বিভিন্ন সহযোগিতা প্রদানের মাধ্যমে প্রিয় ব্যাক্তিত্ব হয়ে উঠেছেন সমাজের চোখে ডা. আব্দুল্লাহ হিল বাকী (অংকুর), নিজে নিয়মিত রক্তদান মাধ্যমে মানুষকে রক্তদানে উৎসাহিত করে আসছেন ফলে ভালোবাসার তুঙ্গে রয়েছেন তিনি এবং জানাযায় তিনি ছোটবেলা থেকেই সুবিধা বঞ্চিত, অসহায়, মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাচ্ছেন। সংগঠনের সভাপতি সহ সকল সদস্য বৃন্দ ডাক্তার মহোদয় কে তাহার শুভ জন্মদিন ও সেবা মূলক কার্যকম পরিচালনা করার জন্য দীর্ঘআয়ু সহ তার সার্বিক মঙ্গল কামনা করেন সবাই যেন আত্বমানবতা মূলক ও অরাজনৈতিক সংগঠন আরও যেনো উন্নয়ন হয় এবং অসহায়ত্বদের পাশে থাকতে পারে সর্ব সময়ে সবার পাশে। অন্যদিকে গৌড় শিবগঞ্জ ম্যাংগো সিটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক আলমগীর জয় জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দীর্ঘআয়ু সহ তার সার্বিক মঙ্গল কামনা করেন। এদিকে ডা. আব্দুল্লাহ হিল বাকী (অংকুর) বলেন তার জন্মদিনে উপলক্ষকে ফেসবুক, ম্যাসেঞ্জার, মুঠোফোনসহ সরাসরি যারা তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এছাড়া তার জন্মদিন উপলক্ষে সকল পেশাজীবি মানুষের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। সকলের সার্বিক মঙ্গল ও সাফল্য কামনা করে নিজের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।