শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
জেলা পরিষদ নির্বাচনে একই পদে আপন ২ ভায়ের লড়াই

জেলা পরিষদ নির্বাচনে একই পদে আপন ২ ভায়ের লড়াই

নিজস্ব প্রতিবেদক
চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে একই পদের জন্য লড়ছেন আপন দুই ভাই। সেলিম রেজা ও শহিদুল ইসলাম নামের ঐ দুই ভাই লড়াই করছেন জেলা পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য পদে।প্রতিদ্বন্দীতাকারী এ ২ প্রার্থী জেলার সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের মাস্টার পাড়ার এনামুল হকের ছেলে।
জেলা নির্বাচন অফিস জানায়, সেলিম রেজার বয়স প্রায় ৪৫ বছর। তিনি বি.এ পাশ করেছেন। জেলা পরিষদ নির্বাচনে তার প্রতীক টিউবওয়েল।
আর তার ভাই শহিদুলের বয়স ৩৯ বছর। তিনি এসএসসি পাশ করেছেন। বক প্রতীক নিয়ে নির্বাচন করছেন তিনিও।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের আর মাত্র ২ দিন বাকি। প্রতিদ্বন্দী ২ প্রার্থীও এলাকা ঘুরে দেখা গেছে, সেলিম রেজার পোষ্টারে এলাকা ছেয়ে গেলেও তার ভাই শহিদুলের কোনো পোষ্টার এখন পর্যন্ত চোখে পড়েনি। এছাড়াও ভোটারদের মাঝে সেলিম রেজাই নিয়মিত যোগাযোগ রাখছেন। কিন্তু শহিদুলের তেমন একটা ভোটারদেও সাথে যোগাযোগ নাই।
তবে তাদের ২ জনেরই একই সুর।নির্বাচনে ২ ভাই অংশ নিলেও তারা ভাই ভাই।নির্বাচন ঘিরে সম্পর্কের কোন অবনতি হযনি,হবেওনা।

সেলিম রেজা বলেন, ‘আমার ছোট ভাই জেলা পরিষদ নির্বাচনে দাঁড়িয়েছে। নির্বাচন অফিসের খাতা কলমে আমারা প্রতিদ্বন্দ্বি প্রার্থী হলেও, আমরা ভাই-ভাই।’

শহিদুল ইসলাম বলেন, ‘একই পদের জন্য আমরা দুই ভাই ভোট করছি। আমাদের পারিবারিক সম্পর্কের বন্ধন এখনও অটুট আছে। আগামীতেও থাকবে। ভোটের মাঠে আছি, আর থাকবো।’
অন্য প্রার্থীদের নির্বাচনি প্রচার প্রচারণার জন্য রাস্তার মোড়ে মোড়ে পোষ্টার দেখা গেলেও আপনার কেন পোস্টার দেখা যাচ্ছে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার মতো করে প্রচার প্রচারণা চালাচ্ছি।’

এদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান বলেন, ‘আগামী ১৪ নভেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ভোট গ্রহণের কেন্দ্র জেলা শহরের গ্রীন ভিউ উচ্চ বিদ্যালয়। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২০৬ জন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com