শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শিবগঞ্জের শাহাবাজ পুর ইউনিয়নে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ব্যস্ততার পরিবর্তে অস্তিত্ব টেকানোর লড়াইয়ে মৃৎশিল্পীদের তৈরি বিভিন্ন পণ্য আটপাড়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ আটপাড়ায় উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী আলী খানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি পালন ফুলছড়িতে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে স্বর্ণের খোঁজে দিনরাত ইটভাটার মাটি খুঁড়াখুঁড়ি গোদাগাড়ীতে চাঁদাবাজি মামলায় দুই যুবক গ্রেপ্তার নয়ন খানকে ভাইস চেয়ারম্যান হিসাবে দেখতে চায় শিবগঞ্জ উপজেলাবাসী ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে উপজেলা পরিষদ নির্বাচনে মাঠে নেমেছেন সম্ভাব্য প্রার্থীরা ঠাকুরগাঁও জেলা আইন শৃংখলা কমিটির সভা
নাচোলে আদিবাসী ও দলিতদের জীবনমান উন্নয়নে গণশুনানি

নাচোলে আদিবাসী ও দলিতদের জীবনমান উন্নয়নে গণশুনানি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আদিবাসী ও দলিতদের জীবনমান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে নাচোল ডাকবাংলো মাঠে এ গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিথিলা দাশ। তিনি বলেন, আদিবাসী সম্প্রদায়ের ভূমি-সংক্রান্ত সমস্যাগুলো তিনি সমাধানের উদ্যোগ গ্রহণ করবেন।
গণশুনানিতে বিশেষ অতিথি ছিলেন- নাচোল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু ও নাচোল থানার অফিসার ইনচার্জ মিন্টু রহমান।
ধ্রুবতারা ইয়থ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এ গণশুনানির আয়োজন করে। আয়োজকরা জানায়, সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় বর্তমান সরকার সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে নাচোল উপজেলা পরিষদ কার্যকরভাবে কাজ করে যাচ্ছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার ক্ষেত্রে সরকারের পাশাপাশি জনগণকেও ইতিবাচক মূল্যবোধ নিয়ে এগিয়ে আসতে হবে।
সমতলের আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর বিভিন্ন সমস্যা তুলে ধরে সমতলের আদিবাসী প্রতিনিধি বিধান সিং বলেন, দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের আমরা খাবার হোটেলে বসতে পারি না।
এ ব্যাপারে ধ্রবতারা যুব ফোরামের সাধারণ সম্পাদক অমিয় প্রাপন চক্রবর্তী অর্ক বলেন, আদিবাসী এবং দলিতদের জীবনমান উন্নয়ন করতে হবে। ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে হবে, তাদের শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তবেই তারা সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারবে।
গণশুনানি অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেনÑ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য রয়েল বিশ্বাস, সমাজসেবার মাঠ সংগঠক সুকাম আলী।
নাচোলের সমতলের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের প্রতিনিধিগণ এ গণশুনানিতে অংশগ্রহণ করেন।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com