বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০৪:৪০ অপরাহ্ন
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:
শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন উপলক্ষে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ গণকবরে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আলোক প্রজ¦লন করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা প্রশাসনের আয়োজনে শতাধিক মোমবাতি প্রজ¦লন করা হয়। এতে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, পৌর মেয়র সৈয়দ মনিরুল ইসলাম, শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রণজিৎ চন্দ্র সিংহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারী সাংগঠনিক তরিকুল আলম ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনুসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।