শনিবার, ০৩ Jun ২০২৩, ০১:১৫ পূর্বাহ্ন

জেলা হাসপাতালে ভিড় বাড়ছে ডায়রিয়া রোগীর, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি

জেলা হাসপাতালে ভিড় বাড়ছে ডায়রিয়া রোগীর, শিশুরাই আক্রান্ত হচ্ছে বেশি

চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশষ্ট জেলা হাসপাতালে ডায়রিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। প্রতি ২৪ ঘণ্টায় অন্তত ৭০ থেকে ৮০ জন ভর্তি থাকছে। আক্রান্তদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে জানা গেছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
ডায়রিয়া ওয়ার্ডে দেখা গেছে, শিশু বিশষজ্ঞ ডা. মাহফুজ রায়হান শিশুদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। বিছানায় সংকুলান না হওয়ায় অনেককে মেঝেতেই চিকিৎসা নিতে হচ্ছে। বছরে অধিক গরম ও অধিক ঠা-ায় এ ধরনের ডায়রিয়ার প্রকোপ দেখা দেয় বলে জানান ডা. মাহফুজ।
এদিকে বৃহস্পতিবার হাসপাতালটির ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নূরুন নাহার নাসু বলেন- অধিক ঠাণ্ডাজনিত কারণে ডায়রিয়া দেখা দিয়েছে, প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে। সোমবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৬১ জন রোগী ভর্তি থাকলেও বৃহস্পতিবার সকাল ৮টা পর্য়ন্ত ভর্তি রয়েছে ৭৪ জন। আক্রান্ত্র রোগীদের মধ্যে শিশুর সংখ্যাই বেশি বলে তিনি জানান। শিশুদের মায়েদের বিশেষ করে এ সময়টায় অধিক সাবধানতা অবলম্বন করে শিশুদের যত্নে রাখার আহ্বান জানান আরএমও। স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত রয়েছে বলেও তিনি জানান।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com