শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩২ পূর্বাহ্ন

শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন ও সম্মাননা প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
‘‘উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজসেবায়’’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত হয়েছে। দিনটি  উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের সম্পদ। সুযোগ পেলে প্রতিবন্ধীরাও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে। যারা প্রতিবন্ধীদের সমাজের বোঝা মনে করেন, তারা এই প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মক্ষমতার ব্যাপারে অজ্ঞ। তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের প্রতি করুনা নয় বরং সহযোগিতার মনোভাব পোষন করতে হবে। বাংলাদেশ সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরনে আইন প্রনয়ন করেন। কারণ আমাদের জাতীয় উন্নয়নে এরাও বড় অবদান রাখতে পারবে। তাই এদের কাজের জায়গাটা আমাদের ঠিক করে দিতে হবে। সরকারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে কাজ করতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস। সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সনু, সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান ও শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদসহ অন্যরা। আলোচনা সভা শেসে  ১২ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধী মেধাবী শির্ক্ষ্থাী হাতের দশটি আঙ্গুল না থাকা এবার এস এসসি পরীক্ষ্য়া জিপিও  ৫ পাওয়া ও ঢাকা নটরডেম কলেজে এইচ, এস,সি,তে ভর্তীর ক্ষেত্রে ঠাকা নটমডেম কলেজ সুযোগ পাওয়া জিহাদ হাসানকে  ২০ হাজার টাকা অনুদান ও সাদা মানুষ বৃক্ষ প্রেমিক কার্তিক প্রমানিক ও বিনা টাকা শিক্ষা দান কারী আব্দুর রশিদ মাস্টার সহ ৫জনের  মাঝে ক্রেস্ট তুলে দেন ।  এর আগে সমাজসেবা দিবসের কেক কাটা হয়।

শেয়ার করুন .....




© 2018 allnewsagency.com      তত্ত্বাবধানে - মোহা: মনিকুল মশিহুর সজীব
Design & Developed BY ThemesBazar.Com